বারাক ওবামার পিএইচডি করেননি, তবে তাঁর রয়েছে ডক্টরেট ডিগ্রী।
Ph.D শব্দটি
এসেছে লেটিন শব্দ "Philosophiae doctor" থেকে, যার মানে “doctor of
philosophy"
পিএইচডি সাধারণত
দর্শন, ইতিহাস, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, পরিবেশ
বিজ্ঞান এবং গণিতের মতো ক্ষেত্রগুলিতে দেওয়া হয় যেহেতু প্রথাগতভাবে এই সমস্ত
ক্ষেত্রগুলোকে দর্শনের উপক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়।
ওবামা ছিলেন
আইনের ছাত্র, যেটি সর্বদা আলাদা ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। যার আইনে ডক্টরেট করেন
তাদেরকে Ph.D না বলে JD বলা হয়। এখানে JD শব্দটি এসেছে লেটিন শব্দ Juris doctor থেকে
যার মানে হল “doctor of law”
সাধারনত একজনকে JD হতে হলে master’s degree থেকে বেশি কিন্তু Ph.D থেকে কিছুটা বেশি সময় অধ্যয়ন করতে হয়। আমেরিকাতে JD কে গবেষনাগত ডক্টরেট বলা হয় না বরং পেশাগত ডক্টরেট বলা হয়।
ওবামা ১৯৯১ সালে হাভার্ড ল স্কুল থেকে magna cum laude(বিশেষ সম্মান এর সাথে গ্রাজুয়েশন) এর সাথে JD অর্জন করেন। JD অর্জন করার পর তিনি ইউনিভার্সিটি অব শিকাগোতে ১২ বছর সাংবিধানিক আইন পড়ান। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন একজন প্রভাষক এবং ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি একজন সিনিয়র প্রভাষক হিসেবে কাজ করেছেন। যদিও তিনি কখনো অধ্যাপক হিসেবে প্রমোশন পাননি তবুও ইউনিভার্সিটি অব শিকাগো দাবি করে তিনি সর্বদা একজন প্রভাষক এর মত দায়িত্ব পালন করেছেন এবং তারা তাকে অধ্যাপক ই মনে করত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন