ছবিতেঃ গুগল এর CEO সুন্দর পিচাই
ছবির সৌজন্যেঃ businessinsider.com
এটা ঠিক যে এইসব CEO রা প্রত্যেকেই প্রোগ্রাম লিখতে জানে কিন্তু এটা একমাত্র কারন নয় যে তাদের নিয়োগ করা হয়েছিল। পিচাইকে নিয়োগ করা হয়েছিল প্রোডাক্ট ম্যানেজ করার দক্ষতার জন্য, শুধুমাত্র প্রোগ্রামিং জানার জন্য নয়। আমরা দেখতে পাই যে বেশির ভাগ টেক কোম্পানিগুলোতেই প্রোডাক্ট ম্যানেজাররাই কোম্পানির শীর্ষ পদ্গুলো দখল করে।
তাহলে কেন প্রোডাক্ট ম্যানেজারদের দক্ষতা প্রোগ্রামারদের থেকে কি বেশি হয়?
ছবিতেঃ সুন্দর পিচাই এর ক্যারিয়ারের ধাপসমূহ
ছবি সৌজন্যেঃ jiteshpant.com
প্রোগ্রামাররা প্রোগ্রাম লেখে কিন্ত এমন প্রোগ্রামারের সংখ্যাও কিন্তু অসংখ্য। আবার সেরা কোড লিখলেই বলা যাবে না যে প্রোডাক্টটি সফল হবে। টেক প্রোডাক্ট এর সফলতা কোড ছাড়াও অন্য অনেক কিছুর ওপর নির্ভর করে।
অন্যদিকে প্রোডাক্ট ম্যানেজাররা প্রোডাক্টিকে বাজারে জন্যপ্রিয় করতে যোগ্য নেতৃত্ব প্রদান করেন। একটি প্রোডাক্টকে সফল করতে বাজার এবং ব্যবহারকারি/ভোক্তাদের মধ্যে প্রোডাক্ট এর ধারনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কাজ করতে হয়। প্রোডাক্ট ম্যানেজার মানুষ এবং প্রযুক্তি নির্ভর পন্যের মধ্যে যোগসূত্র স্থাপন করেন।
পরিশেষে আমরা বলতে পারি, হাজার হাজার প্রোগ্রামার যারা প্রোগ্রাম রচনা করেন কিন্তু কি বিষয়ে প্রোগ্রাম লিখতে হবে তা জানেন না। খুব কম লোককেই এক্ষেত্রে সফল হতে দেখা যায়। সুন্দর পিচাই তাদের মধ্যেই একজন। তিনি তার কাজে সবচাইতে বেশি সফল। আর তাই তিনি গুগল এর মত একটি প্রতিষ্ঠানের CEO.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন