ছবিতেঃ গুগল এর CEO সুন্দর পিচাই ছবির সৌজন্যেঃ businessinsider.com না, গুগলে নিশ্চিতভাবেই সহস্রাধিক প্রোগ্রামার আছে যারা সুন্দর পিচাই এর থেকে অনেক বেশি প্রোগ্রামিং জানে। এবং বেশিরভাগ প্রযুক্তিভিত্তিক কোম্পানিতেই এমনটা দেখা যায়, যে প্রোগ্রাম কম জানে এমন লোকেরাই CEO. এটা ঠিক যে এইসব CEO রা প্রত্যেকেই প্রোগ্রাম লিখতে জানে কিন্তু এটা একমাত্র কারন নয় যে তাদের নিয়োগ করা হয়েছিল। পিচাইকে নিয়োগ করা হয়েছিল প্রোডাক্ট ম্যানেজ করার দক্ষতার জন্য, শুধুমাত্র প্রোগ্রামিং জানার জন্য নয়। আমরা দেখতে পাই যে বেশির ভাগ টেক কোম্পানিগুলোতেই প্রোডাক্ট ম্যানেজাররাই কোম্পানির শীর্ষ পদ্গুলো দখল করে। তাহলে কেন প্রোডাক্ট ম্যানেজারদের দক্ষতা প্রোগ্রামারদের থেকে কি বেশি হয়? ছবিতেঃ সুন্দর পিচাই এর ক্যারিয়ারের ধাপসমূহ ছবি সৌজন্যেঃ jiteshpant.com প্রোগ্রামাররা প্রোগ্রাম লেখে কিন্ত এমন প্রোগ্রামারের সংখ্যাও কিন্তু অসংখ্য। আবার সেরা কোড লিখলেই বলা যাবে না যে প্রোডাক্টটি সফল হবে। টেক প্রোডাক্ট এর সফলতা কোড ছাড়াও অন্য অনেক কিছুর ওপর নির্ভর করে। অন্যদিকে প্রোডাক্ট ম্যানেজাররা প্রোডাক্টিকে বাজারে জন্যপ্রিয় করতে যোগ্...
Beyond Traditional