সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুন্দর পিচাই কি একজন অসাধারান প্রোগ্রামার? কিসের ভিত্তিতে গুগল তাকে নিয়োগ দিয়েছিল?

 

ছবিতেঃ গুগল এর CEO সুন্দর পিচাই
ছবির সৌজন্যেঃ businessinsider.com


না, গুগলে নিশ্চিতভাবেই সহস্রাধিক প্রোগ্রামার আছে যারা সুন্দর পিচাই এর থেকে অনেক বেশি প্রোগ্রামিং জানে। এবং বেশিরভাগ প্রযুক্তিভিত্তিক কোম্পানিতেই এমনটা দেখা যায়, যে প্রোগ্রাম কম জানে এমন লোকেরাই CEO.

এটা ঠিক যে এইসব CEO রা প্রত্যেকেই প্রোগ্রাম লিখতে জানে কিন্তু এটা একমাত্র কারন নয় যে তাদের নিয়োগ করা হয়েছিল। পিচাইকে নিয়োগ করা হয়েছিল প্রোডাক্ট ম্যানেজ করার দক্ষতার জন্য, শুধুমাত্র প্রোগ্রামিং জানার জন্য নয়। আমরা দেখতে পাই যে বেশির ভাগ টেক কোম্পানিগুলোতেই প্রোডাক্ট ম্যানেজাররাই কোম্পানির শীর্ষ পদ্গুলো দখল করে।

তাহলে কেন প্রোডাক্ট ম্যানেজারদের দক্ষতা প্রোগ্রামারদের থেকে কি বেশি হয়?

ছবিতেঃ সুন্দর পিচাই এর ক্যারিয়ারের ধাপসমূহ
ছবি সৌজন্যেঃ jiteshpant.com
প্রোগ্রামাররা প্রোগ্রাম লেখে কিন্ত এমন প্রোগ্রামারের সংখ্যাও কিন্তু অসংখ্য। আবার সেরা কোড লিখলেই বলা যাবে না যে প্রোডাক্টটি সফল হবে। টেক প্রোডাক্ট এর সফলতা কোড ছাড়াও অন্য অনেক কিছুর ওপর নির্ভর করে।

অন্যদিকে প্রোডাক্ট ম্যানেজাররা প্রোডাক্টিকে বাজারে জন্যপ্রিয় করতে যোগ্য নেতৃত্ব প্রদান করেন। একটি প্রোডাক্টকে সফল করতে বাজার এবং ব্যবহারকারি/ভোক্তাদের মধ্যে প্রোডাক্ট এর ধারনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কাজ করতে হয়। প্রোডাক্ট ম্যানেজার মানুষ এবং প্রযুক্তি নির্ভর পন্যের মধ্যে যোগসূত্র স্থাপন করেন।

পরিশেষে আমরা বলতে পারি, হাজার হাজার প্রোগ্রামার যারা প্রোগ্রাম রচনা করেন কিন্তু কি বিষয়ে প্রোগ্রাম লিখতে হবে তা জানেন না। খুব কম লোককেই এক্ষেত্রে সফল হতে দেখা যায়। সুন্দর পিচাই তাদের মধ্যেই একজন। তিনি তার কাজে সবচাইতে বেশি সফল। আর তাই তিনি গুগল এর মত একটি প্রতিষ্ঠানের CEO.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থোমাস কোমান্ডা; যিনি বিনা অপরাধে ১৮ বছর জেল খেটেছিলেন

ছবিতেঃ আদালত কক্ষে রায় শোনার পর থোমাস কোমান্ডা ইমেজ সৌজন্যেঃ www.fakt.pl ইনি থোমাস কোমান্ডা। পোল্যান্ডের মিলোসাইজে একটি পার্টি থেকে ফিরছিলেন ১৫ বছর বয়সি এক কিশোরী, সে সময় সেই কিশোরীকে হত্যা এবং ধর্ষণ করেন থোমাস । সেই জন্য থোমাস 25 বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হল, থোমাস এমন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন যা তিনি করেননি। ১৮ বছর পরে অবশেষে কেউ মামলার ভুলটি লক্ষ্য করেন এবং থোমাসকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। ছবিতেঃ মুক্তি লাভের পর থোমাস কোমান্ডা ইমেজ সৌজন্যেঃ  দীর্ঘ 18 বছর পরে !! একবার ভেবে দেখুন, আপনি যে অপরাধ করেন নি তার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আপনি কারাগারে ১৮ বছর অতিবাহিত করেছেন এবং আপনি অন্য কারও ভয়ানক অপরাধের জন্য শাস্তি ভোগ করছেন। আপনাকে মারাত্মকভাবে মারধর করা হয়েছে, অকারণে বকাবকি করা হয়েছে এবং এই জিনিসগুলির স্মৃতি সম্ভবত সারাজীবন আপনাকে তাড়া করবে। আপনি যদি নির্দোষও হন তবুও কিছু লোক তবুও ভাববে যে আপনি সেই পরিস্থিতির জন্য দায়ী ছিলেন। যেন আপনি একজন যৌন নিপীড়নকারী। যেন আপনি একজন হত্যাকারী ভিন্ন আর কিছুই না। মানুষ যতই চেষ্টা করুক কিছু কিছু লোকের মনোভাব

বারাক ওবামা কি কখনো Ph.D করেছিলেন? না করলে তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল?

বারাক ওবামার পিএইচডি করেননি, তবে তাঁর রয়েছে ডক্টরেট ডিগ্রী। Photo by Library of Congress on Unsplash Ph.D শব্দটি এসেছে লেটিন শব্দ "Philosophiae doctor" থেকে, যার মানে “doctor of philosophy" পিএইচডি সাধারণত দর্শন, ইতিহাস, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, পরিবেশ  বিজ্ঞান এবং গণিতের মতো ক্ষেত্রগুলিতে দেওয়া হয় যেহেতু প্রথাগতভাবে এই সমস্ত ক্ষেত্রগুলোকে দর্শনের উপক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। ওবামা ছিলেন আইনের ছাত্র, যেটি সর্বদা আলাদা ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। যার আইনে ডক্টরেট করেন তাদেরকে Ph.D না বলে JD বলা হয়। এখানে JD শব্দটি এসেছে লেটিন শব্দ Juris doctor থেকে যার মানে হল “doctor of law” ছবিঃ ছাত্রদের পড়ানোয় ব্যস্ত বারাক ওবামা ইমেজ সৌজন্যেঃ  www.buzzfeednews.com সাধারনত একজনকে JD হতে হলে master’s degree থেকে বেশি কিন্তু Ph.D থেকে কিছুটা বেশি সময় অধ্যয়ন করতে হয়। আমেরিকাতে JD কে গবেষনাগত ডক্টরেট বলা হয় না বরং পেশাগত ডক্টরেট বলা হয়। ওবামা ১৯৯১ সালে হাভার্ড ল স্কুল থেকে magna cum laude(বিশেষ সম্মান এর সাথে গ্রাজুয়েশন) এর সাথে JD অর্জন করেন। JD অর্জন করার পর তিনি ইউনিভার্সিটি অ